সোমালিয়া ওয়েব নিউজঃ নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিজবুত তেহরির বিরুদ্ধে চলমান সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলায় জাতীয় তদন্ত সংস্থা (NIA) শুক্রবার মধ্যপ্রদেশ ও রাজস্থানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় বেশ কয়েকটি ডিজিটাল যন্ত্রপাতি ও উগ্র মতাদর্শ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, যা তদন্তে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।
এনআইএ জানায়, মধ্যপ্রদেশের ভোপালে তিনটি এবং রাজস্থানের ঝালাওয়াড়ে দুটি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা, অভিযুক্তরা সংগঠনের পক্ষে গোপনে সক্রিয় সদস্য নিয়োগ, উগ্র ভাবধারা প্রচার ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত ছিল।
এক প্রেস বিবৃতিতে এনআইএ জানিয়েছে—“সংগঠনটি ভারতের বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত। তারা ধর্মীয় চরমপন্থা ছড়িয়ে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে।”
অভিযানে মোবাইল ফোন, ল্যাপটপ, পেনড্রাইভ ও লেখা-পড়া সংক্রান্ত উস্কানিমূলক উপকরণ উদ্ধার হয়েছে। এগুলির ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে সন্ত্রাসে উৎসাহিত করার মতো কনটেন্ট রয়েছে কিনা।
উল্লেখ্য, হিজবুত তেহরির একটি আন্তর্জাতিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠন, যার মূল উদ্দেশ্য একটি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। ভারতে এই সংগঠনটি অবৈধ ঘোষিত, এবং ইতিপূর্বে এদের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ।
বিশেষজ্ঞদের মতে, এনআইএ-র এই ধরনের অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ভবিষ্যতেও আরও অভিযান চালানো হবে।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ