October 6, 2025

ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাদার্ন ক্রস’ পেলেন প্রধানমন্ত্রী মোদী


সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিল সরকার তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাদার্ন ক্রস’-এ ভূষিত করল। এই সম্মাননা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত-ব্রাজিল অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

এই পুরস্কার ব্রাজিল সাধারণত সেই সমস্ত রাষ্ট্রপ্রধান বা বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রদান করে, যাঁরা ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ অবদান রেখেছেন। এর আগে বিশ্বের অনেক বিশিষ্ট নেতা এই সম্মানে ভূষিত হয়েছেন।

ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ গোলার্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে ব্রাজিল-ভারত সম্পর্ককে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তা এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি পেল।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মাননা শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং বাণিজ্য, বিজ্ঞান, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও একটি নতুন অধ্যায় সূচনা করল।

বিশ্লেষকদের মতে, ভারত ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশই BRICS-এর সদস্য এবং জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে একযোগে কাজ করছে।

Loading