সোমালিয়া ওয়েব নিউজ : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) মঙ্গলবার পালন করল তাদের ৭৭তম প্রতিষ্ঠা দিবস। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় এই দিনটি। কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, দুর্গাপুর, হাওড়া সহ রাজ্যের নানা জায়গাতেও ছিল নানা অনুষ্ঠানের আয়োজন।
এই উপলক্ষে ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, রক্তদান শিবির, বিতর্ক প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের রাজ্য নেতৃত্ব জানান, “বিদ্যার্থী পরিষদ কেবল ছাত্র সংগঠন নয়, এটা একটি আদর্শচিন্তায় গড়া ছাত্র আন্দোলনের মঞ্চ। আমরা শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, জাতীয়তাবাদ ও ছাত্রস্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
সাংগঠনিক সূত্রে খবর, ১৯৪৯ সালের ৯ জুলাই নাগপুরে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর থেকে ছাত্রসমাজে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে ABVP। বর্তমানে এটি দেশের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন বলে দাবি সংগঠনের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্রনেতারা। ছাত্রদের উদ্দেশে তাঁরা বলেন, “শুধু পরীক্ষা পাশ করাই নয়, দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষার অঙ্গ। আজকের ছাত্ররাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও ছাত্রস্বার্থ, শিক্ষা সংস্কার এবং দেশনায়ক তৈরির লক্ষ্যে তাদের আন্দোলন জারি থাকবে।


More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক