October 5, 2025

নকশায় বড় ভুল! পশ্চিমবঙ্গকে বিহার দেখাল নীতি আয়োগ, মুখ্যমন্ত্রীর ক্ষোভ

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত “সারসংক্ষেপ প্রতিবেদন”–এ মারাত্মক ত্রুটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মানচিত্রের জায়গায় বিহারের ভূখণ্ড দেখানো হয়েছে।

এই ঘটনা নিয়ে মঙ্গলবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী সুমন কে. বেরি-কে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “এটি শুধু একটি কারিগরি ত্রুটি নয়, বরং পশ্চিমবঙ্গের আত্মপরিচয় ও মর্যাদার প্রতি চরম অবমাননা।”

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের তরফে এই ধরনের গাফিলতি অত্যন্ত উদ্বেগজনক। এটি নীতি আয়োগের কাজের প্রামাণিকতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে।”

পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়ে অবিলম্বে সংশোধনী, ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এই ধরনের ভুল এড়াতে শক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

চিঠির শেষে মুখ্যমন্ত্রী বলেন, “এ ধরনের ভুল দেশের কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিশ্বাসের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

নীতি আয়োগ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Loading