সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত পাঁচ জন। যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ১৯ জন, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দুর্ঘটনাটি ঘটেছে ডোডা জেলার পোন্ডা এলাকার কাছে ভরথ-বাগলা সড়কে। পুলিশ ও উদ্ধারকারী দলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘন ঘোর পাহাড়ি রাস্তায় গাড়িটি বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই যাত্রীবোঝাই গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তড়িঘড়ি ডোডা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে হেলিকপ্টারে করে জম্মুর বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ডোডার জেলা শাসক এক বিবৃতিতে জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। আহতদের চিকিৎসায় কোনও ত্রুটি রাখা হবে না।”
- মৃতদের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
- দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গাড়ির ব্রেকফেল সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর