October 6, 2025

আন্তর্জাতিক জলসীমা থেকে দুই ভারতীয় ট্রলার সহ ৩৪ মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ সেনা, উত্তেজনা কাকদ্বীপে


সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি বিতর্কিত এলাকায় মাছ ধরার সময় দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের দুটি ভারতীয় ট্রলার সহ ৩৪ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ সেনা। আটক ট্রলার দুটি হল — এফবি ঝড়এফবি মঙ্গলচণ্ডী। জানা গেছে, গতকাল তাঁদের বাংলাদেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় কাকদ্বীপে চাঞ্চল্য ছড়িয়েছে। মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন-এর সম্পাদক সতীনাথ পাত্র জানান, যেই এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে দুই দেশের মৎস্যজীবীরাই দীর্ঘদিন ধরে মাছ ধরেন। আন্তর্জাতিক জলসীমা নির্ধারণ নিয়ে অনেক সময় স্পষ্টতা না থাকায় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ।

তিনি আরও জানান, “এই অঞ্চলটি সাধারণত উন্মুক্ত জলসীমা বলেই বিবেচিত। সেখানে বাংলাদেশ সেনার এই আচরণ অপ্রত্যাশিত ও উদ্বেগজনক।”

পরিবারের সদস্যদের আশঙ্কা— দীর্ঘদিন ধরে আটকে রাখা হলে মৎস্যজীবীদের জীবিকা ও নিরাপত্তা দুই-ই বিপন্ন হতে পারে। ইতিমধ্যে কাকদ্বীপের স্থানীয় প্রশাসন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি নজরে রাখছে।

পররাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, কূটনৈতিক স্তরে বিষয়টি সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। বিশেষত বর্ষার মরসুমে যখন মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যান, তখন আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এক দেশ অপর দেশের জেলেদের আটক করে থাকে।

Loading