October 5, 2025

ওড়িশায় ছাত্রীদের নিরাপত্তায় ‘শক্তিশ্রী’ প্রকল্প চালু, ৭৩০টি কলেজ ও ১৬টি বিশ্ববিদ্যালয়ে কার্যকর হবে এই উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওড়িশা সরকার ‘শক্তিশ্রী’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। গতকাল ভুবনেশ্বরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

‘শক্তিশ্রী’ প্রকল্পটি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আওতায় রাজ্যের ৭৩০টি সরকার পোষিত কলেজ এবং ১৬টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য, শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের প্রতি যেকোনও ধরনের হেনস্তা, হয়রানি ও সহিংসতা রোধ করা এবং একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা। মুখ্যমন্ত্রী জানান, “ছাত্রীদের শিক্ষার সুযোগের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘শক্তিশ্রী’ এই লক্ষ্যেই গৃহীত হয়েছে।”

এই প্রকল্পের মাধ্যমে ক্যাম্পাসে বিশেষ সুরক্ষা বাহিনী, সিসিটিভি ক্যামেরা, সচেতনতামূলক কর্মসূচি ও অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন চালুর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে মানসিক সহায়তা ও আইনি পরামর্শের ব্যবস্থাও করা হবে।

উচ্চশিক্ষা বিভাগের এক আধিকারিক বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করা হবে এবং ছাত্রীরা যেকোনও সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন।”

রাজ্যের শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রকল্প নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে। অনেকে মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং তাদের শিক্ষার পরিবেশকে আরও নিরাপদ করে তুলবে।

Loading