October 5, 2025

ম্যালেরিয়ার বিরুদ্ধে বড় সাফল্য, ভারতের তৈরি বহুস্তরীয় প্রতিষেধক ‘অ্যাড-ফ্যালসি-ভ্যাক্স’মানবদেহ ও মশা—দুই ক্ষেত্রেই সংক্রমণ রুখতে সক্ষম নতুন ভ্যাকসিন

:

নয়াদিল্লি, ২০ জুলাই:
ভারত ম্যালেরিয়া নির্মূলের পথে আরেক ধাপ এগোল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষিত এক গবেষণায় প্রকাশিত হয়েছে, ‘অ্যাড-ফ্যালসি-ভ্যাক্স’ নামে একটি বহুস্তরীয় ম্যালেরিয়া প্রতিষেধক তৈরি করেছে ভারত, যা একইসঙ্গে মানব শরীর ও বাহক মশার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম জীবাণুর সংক্রমণ প্রতিরোধে সক্ষম।

এই প্রতিষেধকটি ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা (ICMR) এবং বায়োটেকনোলজি দপ্তরের অধীনস্থ National Institute of Immunology (DBT-NII)-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, প্রাথমিক পর্যায়ের পরীক্ষা বা প্রিক্লিনিকাল স্টেজে ভ্যাকসিনটি অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ভ্যাকসিন এমনভাবে কাজ করে যে এটি শরীরের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ রোধের পাশাপাশি সংক্রমিত মশাগুলির মাধ্যমেও জীবাণুর বিস্তার ঠেকাতে সক্ষম। ফলে এই প্রতিষেধক দ্বিমুখী সুরক্ষা প্রদান করে—একে বলা যেতে পারে “ডুয়াল অ্যাকশন ভ্যাকসিন”।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া সবচেয়ে মারাত্মক প্রজাতি, যা ভারতে ও অন্যান্য গ্রীষ্মপ্রধান দেশে প্রতি বছর হাজার হাজার প্রাণ কেড়ে নেয়। এই ভ্যাকসিন কার্যকর হলে তা শুধু রোগ প্রতিরোধেই নয়, বরং ম্যালেরিয়া নির্মূলীকরণ কর্মসূচির সাফল্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ICMR-এর এক মুখপাত্র বলেন, “আমরা এখন ক্লিনিকাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছি। সব কিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক বছরের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আনার পথে আমরা চলতে পারব।”

চিকিৎসা মহলে এই আবিষ্কারকে ঘিরে যথেষ্ট উত্তেজনা এবং আশাবাদ তৈরি হয়েছে। এটি যে ভারতের স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে এক বড় মাইলফলক, তা বলাই বাহুল্য।

Loading