সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এবং আমেরিকার নাসা (NASA) যৌথভাবে তৈরি করেছে একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ— নিসার (NISAR)। এই উপগ্রহটি চলতি মাসের ৩০ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র (Satish Dhawan Space Centre) থেকে মহাকাশে পাড়ি দেবে বলে জানা গিয়েছে।
‘নিসার’ হল NASA-ISRO Synthetic Aperture Radar মিশনের সংক্ষিপ্ত রূপ। এটি পৃথিবীর ভূত্বক, মেরুপ্রদেশ, বনজ সম্পদ, কৃষি, ভূমিকম্প, ভূমিধস ও হিমবাহ সংক্রান্ত পরিবর্তন নিরীক্ষণ করতে বিশেষভাবে সক্ষম। এই উপগ্রহ পৃথিবীর ভূপৃষ্ঠের ছোট থেকে ছোট পরিবর্তনও প্রতি সেন্টিমিটার নির্ভুলতায় চিহ্নিত করতে পারবে।
ISRO ও NASA-র মধ্যে এটিই প্রথম বড়সড় পূর্ণাঙ্গ যৌথ মহাকাশ প্রকল্প। নিসার উপগ্রহের একাংশ যেমন ভারতীয় গবেষণাগারে প্রস্তুত হয়েছে, তেমনই বিশেষ ধরণের রাডার প্রযুক্তি এসেছে নাসা-র হাত ধরে।
ইসরোর এক মুখপাত্র জানিয়েছেন, “এটি শুধু এক বৈজ্ঞানিক কীর্তি নয়, বরং দুই দেশের বিজ্ঞান সহযোগিতার এক নতুন দিগন্ত।”
এই উপগ্রহটি উৎক্ষেপণের পর ৭৫০ কিমি উচ্চতায় পৃথিবীর কক্ষপথে ঘুরবে এবং প্রতিনিয়ত তথ্য পাঠাবে পৃথিবীর নানা পরিবর্তনের উপর ভিত্তি করে।
বিশেষজ্ঞদের মতে, নিসার মিশনের সাফল্য আগামী দিনে পরিবেশগত গবেষণা ও দুর্যোগ পূর্বাভাসের ক্ষেত্রে এক বিপ্লব আনবে। আগামী দশকে এই ধরনের পর্যবেক্ষণ বিশ্বজুড়ে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ