October 5, 2025

রিয়াসিতে ধস, এক পুণ্যার্থীর মৃত্যু, জখম ৯; বৈষ্ণো দেবী যাওয়ার পথে বিপর্যয়

সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ভয়াবহ ধসের ঘটনায় মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন ৫ পুণ্যার্থী-সহ মোট ৯ জন। ঘটনাটি ঘটেছে গতকাল বৈষ্ণো দেবী মন্দির যাওয়ার পুরনো রাস্তায়, গুলশান কা লঙ্গর-এর কাছে, যেখানে লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে মাটিধস নামে।

ঘটনার খবর পাওয়া মাত্রই এসডিআরএফ, পুলিশ, সিআরপিএফ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনের আঘাত গুরুতর বলে সূত্রের খবর।

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি, বৈষ্ণো দেবী যাওয়ার রাস্তায় পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকা ঘিরে সতর্কতা জারি করা হয়েছে এবং দুর্ঘটনাস্থল সংলগ্ন রাস্তাগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই পথে চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

Loading