সোমালিয়া ওয়েব নিউজ; শারীরিক কারণে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা এক চিঠিতে শ্রী ধনখড় জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন তাঁর শারীরিক সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান, সেই কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত। রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্রী ধনখড় লিখেছেন, উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বপালনের সময় রাষ্ট্রপতির সহযোগিতা তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সংসদের সদস্যদের কাছ থেকে যে আস্থা, শ্রদ্ধা এবং উষ্ণতা তিনি পেয়েছেন, তা তাঁর জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। ভারতের বৃহত্তর গণতান্ত্রিক কাঠামোর অন্যতম স্তম্ভ এই পদে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “এ এক অমূল্য অভিজ্ঞতা,”। পদত্যাগপত্রে তিনি ভারতবর্ষের আন্তর্জাতিক উত্থান, বর্তমান সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন। এই আকস্মিক পদত্যাগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর