সোমালিয়া ওয়েব নিউজঃ দু-মাসব্যাপী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের সূচনা হতে চলেছে আগামী ২ আগস্ট থেকে। রাজ্যজুড়ে এই প্রকল্পের আওতায় পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনে সরাসরি সমাধান করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
এই প্রকল্পে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন এবং অবকাঠামো, পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, রেশন, পেনশনসহ নানান প্রশাসনিক বিষয়ে অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তির চেষ্টা করবেন।
প্রকল্পের বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূজোর মরসুমে ১৫ দিনের ছুটি থাকবে এই কর্মসূচিতে। পূজোর পর আবার প্রকল্প চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
রাজ্য সরকার সূত্রে জানা গেছে, প্রতিটি ব্লক ও ওয়ার্ড স্তরে এই কর্মসূচি পরিচালনার জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে। জেলা প্রশাসনকে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘জনগণের দুয়ারে সরকার’ মডেলের সাফল্যের পর এবার আরও একধাপ এগিয়ে মানুষের গৃহসমীপে পৌঁছনোর এই প্রয়াস নিয়েছে রাজ্য সরকার।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক