October 5, 2025

শ্রীশ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে শ্রদ্ধা ও স্মরণ

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পবিত্র তিথিতে পালিত হল শ্রীশ্রী মা সারদা দেবীর তিরোধান দিবস। সারা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে, এই উপলক্ষে আয়োজিত হয় ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা, পাঠ ও সেবামূলক কার্যকলাপ।

দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর, ও জয়রামবাটীতে ভোর থেকে শুরু হয় ভক্তদের আগমন। ভোরবেলা ‘মঙ্গল আরতি’র মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। এরপর ভক্তদের জন্য সারাদিন ধরে চলে পুষ্পাঞ্জলি, ধর্মোপদেশ, বেদ পাঠ, ও ভোগ বিতরণ। মা সারদা দেবীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন মঠের সন্ন্যাসীবৃন্দ।

মা সারদা দেবী (১৮৫৩–১৯২০) ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সহধর্মিণী ও আধ্যাত্মিক উত্তরসূরি। তাঁর জীবন ছিল এক নিঃশব্দ ত্যাগ, প্রেম, সহনশীলতা ও মাতৃত্বের উদাহরণ। তিনি নারীশক্তির প্রতীক হয়ে আজও লাখো মানুষের অন্তরে আশ্রয়।

এই উপলক্ষে বেলুড় মঠে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন, শিক্ষাবিদ, ও সাধারণ ভক্তবৃন্দ। ভক্তরা বলেন, “মায়ের জীবন আমাদের জন্য এক উদাহরণ—কীভাবে নিরবে, নিঃস্বার্থভাবে সেবা ও ভালোবাসা দিয়ে সমাজে পরিবর্তন আনা যায়।”

অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়, যার মধ্যে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাসামগ্রী বিতরণ ও দুঃস্থদের খাদ্য সহায়তা।

আজকের দিনটি শুধু তিরোধান নয়, মায়ের চিরন্তন উপস্থিতির স্মরণে এক আত্মিক সংযোগের দিন—যেখানে ভক্ত ও অনুগামীরা তাঁর জীবন-দর্শনকে হৃদয়ে ধারণ করেন।

Loading