সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের হাল ফেরানো হয়নি—এমনই অভিযোগ তুলে এক অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্টেডিয়ামের ভেঙে পড়া মাঠের মধ্যে ধানের চারা রোপন করে তিনি প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন।
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “প্রধানমন্ত্রীর সভার জন্য কোটি কোটি টাকা খরচ হলো, অথচ সভা শেষ হতেই স্টেডিয়ামটি পড়ে রইলো বেহাল অবস্থায়। মাঠের ঘাস উঠে গেছে, কাদামাখা জমিতে পরিণত হয়েছে গোটা এলাকা। এখানে এখন খেলা তো দূরের কথা, হাঁটাচলাও সম্ভব নয়। তাই আমরা আজ প্রতীকী প্রতিবাদে এই জমিকে চাষের উপযুক্ত ঘোষণা করে ধান রোপণ করলাম।”
এই ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই অভিনব প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন – এত গুরুত্বপূর্ণ একটি স্টেডিয়াম কীভাবে রক্ষণাবেক্ষণহীন অবস্থায় পড়ে থাকতে পারে?
এলাকার ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, বহু বছর ধরে এই স্টেডিয়ামেই দুর্গাপুর ও আশপাশের তরুণরা বিভিন্ন খেলাধুলা চর্চা করতেন। অথচ এখন সেখানে কাদায় ভরা জমি আর পরিত্যক্ত সভার স্মৃতি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক