October 5, 2025

গ্রামীণ শ্রমিকদের মূল্য সূচকে বড় পরিবর্তন


সোমালিয়া ওয়েব নিউজঃ কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মজুরি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। প্রায় তিন দশক পর, গ্রাহক মূল্য সূচক (CPI)–এর ভিত্তি বর্ষ পরিবর্তন করে ১৯৮৬-৮৭ সালের পরিবর্তে ২০১৯ সাল নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সূচকের হিসাব আরও বেশি বাস্তবসম্মত ও আধুনিক হয়ে উঠবে বলে মনে করছে সরকার।

সূত্রের খবর, নতুন ভিত্তি বর্ষ অনুযায়ী গ্রাহক মূল্য সূচকে এখন ২০১৯ সালকে ১০০ পয়েন্ট ধরা হয়েছে। পূর্ববর্তী ভিত্তি বর্ষ অনুযায়ী, ২০১৫ সালের জুন মাসে কৃষি ও গ্রামীণ শ্রমিকদের জন্য CPI ছিল ১৩৪ পয়েন্ট। নতুন পদ্ধতিতে এই সূচক নতুন করে ক্যালিব্রেট করা হবে, যাতে বর্তমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় আরও সঠিকভাবে প্রতিফলিত হয়।

শ্রম মন্ত্রকের এক মুখপাত্র জানান, “মূল্য সূচকের এই হালনাগাদ শুধু পরিসংখ্যানগত পরিবর্তন নয়, বরং এটি মজুরি নির্ধারণ, সামাজিক সুরক্ষা এবং নীতিগত পরিকল্পনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।”

এই সূচক ব্যবহার করে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ব্যয় নির্ধারণ করে, যেমন—মনরেগার মজুরি বৃদ্ধি, পেনশন স্কিম, খাদ্য নিরাপত্তা প্রকল্প ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে CPI সূচকের ভিত্তি বর্ষ অপরিবর্তিত থাকায় অনেক ক্ষেত্রেই বাস্তবতা ও হিসাবের মধ্যে গরমিল দেখা যাচ্ছিল। ২০১৯ সালের পরিসংখ্যানকে ভিত্তি ধরে নতুন সূচক তৈরির ফলে নীতিনির্ধারণ আরও কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে।

Loading