October 6, 2025

দুর্গাপুর থেকে কলকাতা—উরজা গঙ্গা প্রকল্পে প্রাকৃতিক গ্যাস সরবরাহের নতুন অধ্যায়

প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনে পশ্চিমবঙ্গে গৃহস্থ ও শিল্প খাতে সবুজ জ্বালানির জোয়ার

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের শক্তি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল শুক্রবার, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত উরজা গঙ্গা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ শাখা—দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন—এর শুভ উদ্বোধন করেন।

১৩২ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদীয়া জেলা অতিক্রম করে কলকাতার দোরগোড়ায় পৌঁছেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১,১৯০ কোটি টাকা এবং এর বহনক্ষমতা ৪.৩৯ এমএমএসসিএমডি। এই প্রকল্পের ফলে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নিরাপদ জ্বালানির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বাংলার জন্য।

এই পাইপলাইন ন্যাশনাল গ্যাস গ্রিডের অংশ হিসেবে কাজ করবে। এর ফলে রাজ্যের শক্তি পরিকাঠামো আরও দৃঢ় হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সরকারি সূত্রে জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে পিএনজি (PNG)সিএনজি (CNG) সরবরাহ করা হবে, যা রান্না, শিল্প এবং পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত হবে। এর ফলে রাজ্যের ৬টি জেলায়—কলকাতা, নদীয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়—প্রায় ২৯ লক্ষের বেশি গৃহস্থ উপকৃত হবেন এবং ৩৬৫টি সিএনজি স্টেশনে সরবরাহ করা সম্ভব হবে।

নির্মাণ পর্বে এই প্রকল্পে প্রায় ৩ লক্ষ কর্মদিবসের সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া, গৃহস্থ, শিল্প ও পরিবহন খাতে গ্যাস ব্যবহার বৃদ্ধির ফলে ভবিষ্যতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রাকৃতিক গ্যাস ব্যবহারে বায়ুদূষণ হ্রাস পাবে, কয়লার উপর নির্ভরতা কমবে এবং জ্বালানির আমদানির নির্ভরতা হ্রাস পাবে। ফলে দেশের জ্বালানি সুরক্ষাপরিবেশ সংরক্ষণ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

এই প্রকল্পের অংশ হিসেবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প-ও উদ্বোধন করা হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়, প্রায় ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প চালু হয়েছে।


উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন:

উরজা গঙ্গা প্রকল্প বাংলার ঘরে ঘরে সাশ্রয়ী ও সবুজ জ্বালানির প্রতিশ্রুতি বহন করছে। শক্তি, সুরক্ষা ও পরিবেশ—তিনটি স্তম্ভেই এটি এক নতুন দিশা দেখাবে।

Loading