সোমালিয়া ওয়েব নিউজঃ আজ জাতীয় পতাকা দিবস। ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন — ১৯৪৭ সালের ২২ জুলাই, স্বাধীনতার প্রাক্কালে ভারতের গণপরিষদ (Constituent Assembly) তেরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এই দিনটি চিহ্নিত হয়ে আছে ভারতের জাতীয় সত্ত্বার রূপায়ণ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে।
তেরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি স্বাধীনতা, ঐক্য ও গৌরবের অক্ষয় প্রতীক।
তিনটি রঙ — গেরুয়া, সাদা ও সবুজ — যথাক্রমে ত্যাগ ও সাহস, সত্য ও শান্তি, আর সমৃদ্ধি ও বিশ্বাস-এর প্রতিনিধিত্ব করে। পতাকার মাঝখানে থাকা অশোকচক্র ধারাবাহিক প্রগতির এক অনন্য চিহ্ন।
এই দিনে আমরা স্মরণ করি তাঁদের, যারা জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজ জীবন উৎসর্গ করেছেন — সীমান্তে, সংগ্রামে, ও আত্মত্যাগে। তাঁদের প্রতি আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় গোটা দেশ। আজকের দিনটি শুধু অতীত স্মরণ নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি দায়বদ্ধতার বার্তা — জাতির ঐক্য, গণতন্ত্র ও নৈতিক আদর্শের প্রতি আমাদের দায়।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ