October 5, 2025

আনারসে ছত্রাক প্রতিরোধী জিন চিহ্নিত করলেন ভারতীয় বিজ্ঞানীরা

সোমালিয়া ওয়েব নিউজঃ উদ্ভিদ রোগ প্রতিরোধ গবেষণায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করলেন বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারা আনারস গাছে এমন একটি জিন চিহ্নিত করেছেন, যা ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে উদ্ভিদকে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে।

এই জিনটির নাম ‘সোম্যাটিক এমব্রিওজেনেসিস রিসেপ্টর কিনেস (SERK)’। এটি উদ্ভিদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বিশেষ ভূমিকা নেয়। গবেষকদের মতে, এই জিন উদ্ভিদকোষের ভিতরে এমন প্রতিক্রিয়া ঘটায়, যা ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে এক ধরনের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে

🔬 বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার শুধু আনারসেই নয়, ভবিষ্যতে অন্যান্য ফল বা ফসলের ছত্রাক প্রতিরোধী জাত উদ্ভাবনে সহায়ক হতে পারে।

এই গবেষণা উদ্ভিদ রোগ প্রতিরোধের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading