October 5, 2025

অ্যান্টার্কটিকার প্রাচীনতম বরফ এখন ক্যামব্রিজে: জলবায়ু গবেষণায় নতুন দিগন্ত


সোমালিয়া ওয়েব নিউজঃ পৃথিবীর সবচেয়ে পুরনো বরফের নমুনা এবার পৌঁছেছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে। অ্যান্টার্কটিকার গভীর অঞ্চল থেকে সংগ্রহ করা এই বরফের বয়স হতে পারে প্রায় ১৫ লক্ষ বছর। বরফের এই সিলিন্ডারাকৃতি কাঁচের মতো স্বচ্ছ খণ্ডটিকে ঘিরে গবেষকদের মধ্যে দেখা দিয়েছে প্রবল আগ্রহ।

বিশেষজ্ঞদের মতে, এই বরফে রয়েছে হাজার হাজার বছরের জলবায়ু পরিবর্তনের সাক্ষ্য। এটি গলে বেরিয়ে আসবে ধূলিকণা, আগ্নেয় ছাই এবং সামুদ্রিক শৈবালের মত ক্ষুদ্র উপাদান—যেগুলি বিজ্ঞানীদের হাতে এনে দেবে সেই সুদূর অতীতের বাতাসের গতি, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তথ্য।

এই গবেষণার কেন্দ্রস্থল ক্যামব্রিজের -২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশেষ ফ্রিজার রুম। নিরাপত্তার স্বার্থে একটানা ১৫ মিনিটের বেশি সেখানে থাকা নিষেধ। গবেষকরা ঢোকার আগে পরছেন গাঢ় উষ্ণ পোশাক, প্যাডেড ওভারঅল, টুপি, গ্লাভস এবং পুরু বুট। এমন ঠান্ডায় ক্যামেরার ইলেকট্রনিক শাটারও জমে যায়।

গবেষক দল ধীরে ধীরে বরফটি গলিয়ে তাতে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করবেন। এরপর সেগুলি অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিশ্লেষণ করা হবে পাশের একটি বিশেষ ল্যাবরেটরিতে—যা বিশ্বের হাতে গোনা কয়েকটি সুবিধাসম্পন্ন জলবায়ু গবেষণা কেন্দ্রে একটি।

বিজ্ঞানীরা আশা করছেন, এই গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বহু জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যা ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বরফ গবেষণা শুধু ইতিহাস জানার জন্য নয়, ভবিষ্যতের জলবায়ু নীতিনির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading