December 1, 2025

সমবায় খাতে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা, আসছে নতুন জাতীয় সমবায় নীতি


সোমালিয়া ওয়েব নিউজঃ দেশজুড়ে সমবায় সংগঠনগুলিতে ছড়িয়ে থাকা দুর্নীতি, অব্যবস্থা ও স্বজনপোষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বার্তা দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি নতুন জাতীয় সমবায় নীতি, যার মাধ্যমে প্রযুক্তির যথাযথ ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহির ভিত্তিতে সমবায় খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

নতুন নীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিটাল ব্যবস্থাপনা, ব্লকচেন প্রযুক্তি এবং AI ভিত্তিক নজরদারির ওপর, যাতে তহবিল বণ্টন ও ব্যবহারে দুর্নীতির কোনো সুযোগ না থাকে।

একইসঙ্গে সরকারের লক্ষ্য, দেশের সমবায়গুলিকে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় সামিল করা। এই নীতির মাধ্যমে ভারতীয় সমবায় উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি বিশ্ববাজারে রপ্তানির সুযোগ পাবে।

সহযোগিতা মন্ত্রকের এক মুখপাত্র জানান, “সমবায়গুলিকে শুধু স্থানীয় অর্থনীতির ভিত হিসেবে নয়, বরং বৈশ্বিক রপ্তানির অংশীদার হিসেবেও গড়ে তোলা হবে।”

উল্লেখ্য, দেশের বহু রাজ্যেই দীর্ঘদিন ধরে সমবায়গুলিকে ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপোষণ ও আর্থিক অনিয়ম-এর অভিযোগ উঠে এসেছে। ফলে এই নতুন নীতিকে কেন্দ্রীয় সরকারের ‘সমবায় থেকে সমৃদ্ধি’ নীতির বাস্তব রূপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Loading