সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি আর্থিক বছরে আয়কর সংগ্রহে আরও উচ্চতর লক্ষ্য স্থির করেছে আয়কর দপ্তর। গতকাল কলকাতায় ১৬৬তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দপ্তরের পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী বর্মা গর্গ জানান, গত আর্থিক বছরে ২২.২৬ লক্ষ কোটি টাকা আয়কর সংগ্রহ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
তিনি বলেন, “চলতি অর্থবর্ষেও আমরা এই বৃদ্ধির ধারা বজায় রাখার পাশাপাশি আরও বেশি কর সংগ্রহে প্রত্যয়ী। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের উচিত আইন মেনে নিয়মিত আয়কর প্রদান করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ ও পূর্ব রিজিয়নের ডিরেক্টর জেনারেল অশোক সারোহা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্র কমল মুখার্জি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আয়কর দিবস উপলক্ষে অনুষ্ঠানে আয়কর ব্যবস্থার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা জানান, ১৮৬০ সালে ভারতে প্রথম আয়কর ব্যবস্থা চালু হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাকে স্মরণ করতেই প্রতি বছর ২৪শে জুলাই ‘আয়কর দিবস’ হিসেবে পালন করা হয়।
প্রধান অতিথিরা স্বচ্ছ করব্যবস্থা ও আর্থিক জবাবদিহি গড়ে তুলতে নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক