সোমালিয়া ওয়েব নিউজঃ সময়টা ১৭৬০ সাল। ফ্রান্স তখন এক সংকটময় অধ্যায় পার করছে। অনুন্নত চিকিৎসা ব্যবস্থা, অজ্ঞতা আর স্বাস্থ্যবিধির অভাবে সন্তান জন্মদানের সময় মৃত্যু যেন ছিল অনিবার্য বাস্তবতা। প্রতিদিন অসংখ্য মা ও নবজাতকের মৃত্যু ঘটছিল নিঃশব্দে, চোখের সামনে।
এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেই আশার আলো হয়ে আবির্ভূত হয়েছিলেন এক নারী—আঞ্জেলিক মার্গারিট ল্য বুরসিয়ে দু কুদ্রে (Angélique Marguerite Le Boursier du Coudray)। পেশায় তিনি ছিলেন একজন ধাত্রী, কিন্তু তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সাধারণের চেয়ে অনেক গভীর। তিনি বুঝেছিলেন, শুধু নিজে সন্তান প্রসব করিয়ে জীবনের জয় ঘোষণা করা যথেষ্ট নয়—এই জ্ঞান ছড়িয়ে দিতে হবে, হাতে-কলমে শেখাতে হবে আরও বহুজনকে।
আর এই ভাবনা থেকেই জন্ম নেয় এক যুগান্তকারী উদ্ভাবন—“দ্য মেশিন”। কাপড়, তুলা, চামড়া দিয়ে তৈরি এই পূর্ণাঙ্গ মানবদেহ মডেল ছিল বিশ্বের প্রথম প্রসববিষয়ক প্রশিক্ষণ সরঞ্জাম। এই কৃত্রিম জরায়ুতে থাকতো একটি শিশু-পুতুল, যার মাথা ঘোরানো যেত, মুখে জিভ ছিল, আঁকা ছিল চুল—সব কিছু বাস্তব অনুকরণে। স্ট্র্যাপ আর দড়ির মাধ্যমে তিনি প্রসবের জটিল অবস্থা বুঝিয়ে দিতেন তাঁর শিক্ষার্থীদের।
ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই যখন গোটা দেশজুড়ে মাতৃমৃত্যুর হাহাকার শুনতে পাচ্ছিলেন, তখন তিনিই দায়িত্ব দেন এই অভূতপূর্ব নারীকে। এর পরের ২৫ বছর ধরে আঞ্জেলিক তাঁর এই “মেশিন” আর অধ্যবসায়কে সঙ্গী করে ঘোড়ার গাড়িতে চষে বেড়িয়েছেন ফ্রান্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
তিনি প্রশিক্ষণ দেন প্রায় ৪,০০০ ছাত্রছাত্রীকে, যাঁদের অধিকাংশই ছিলেন দরিদ্র গ্রামীণ নারী—যাঁরা কখনও কোনো পাঠশালার মুখও দেখেননি।
১৭৭৩ সালে প্রকাশিত হয় তাঁর লেখা যুগান্তকারী বই “Abrégé de l’Art des Accouchements” (প্রসববিদ্যার সারসংক্ষেপ)। এই বইটিই পরবর্তীতে ধাত্রীবিদ্যাকে বৈজ্ঞানিক কাঠামো দেয় এবং বহু অঞ্চলে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনে।
আজ, দুই শতাব্দীরও বেশি সময় পর দাঁড়িয়ে যখন আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসার নিয়ে গর্ব করি, তখন ভুলে যাই সেই পথ তৈরির অগ্রদূতদের কথা। আঞ্জেলিক দু কুদ্রে ছিলেন কেবল একজন ধাত্রী নন, তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা শিক্ষক, এক উদ্ভাবনী সংগ্রামী, এবং নারীস্বাস্থ্য রক্ষার এক অপরাজেয় সৈনিক।

More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য