October 6, 2025

কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২৭ জুলাই সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর ৮৬তম প্রতিষ্ঠা দিবস। ১৯৩৯ সালের এই দিনে ব্রিটিশ সরকারের অধীনে ‘Crown Representative’s Police’ নামে বাহিনীটির সূচনা হয়েছিল। স্বাধীনতার পরে, ১৯৪৯ সালের ২৮ ডিসেম্বর এটি আইনতভাবে ‘Central Reserve Police Force’ নামে পুনর্গঠিত হয়।

এই উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সুরক্ষা উপদেষ্টা, বাহিনীর মহাপরিচালক সহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা। অনুষ্ঠানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় CRPF-এর অবদান অনস্বীকার্য। কাশ্মীর থেকে শুরু করে মাওবাদী প্রভাবিত অঞ্চল পর্যন্ত CRPF সর্বদা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে।”

প্রতিষ্ঠা দিবসের অংশ হিসেবে বিভিন্ন রাজ্যে বাহিনীর কুচকাওয়াজ, অস্ত্র প্রদর্শনী ও নাগরিক সংযোগমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাহিনীর বীরত্ব, শৃঙ্খলা ও ত্যাগের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বর্তমানে CRPF দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনী, যার কর্মীসংখ্যা ৩ লক্ষাধিক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, নির্বাচনকালীন নিরাপত্তা, এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই দিনটি শুধু একটি বাহিনীর প্রতিষ্ঠা নয়, বরং দেশের প্রতি তাদের অঙ্গীকার, আত্মত্যাগ ও দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠেছে।

Loading