October 6, 2025

ডঃ এপিজে আবদুল কালামের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রখ্যাত বিজ্ঞানী এবং ‘মিসাইল ম্যান’ নামে পরিচিত ডঃ এপিজে আবদুল কালাম-এর দশম প্রয়াণ দিবস। ২০১৫ সালের এই দিনেই শিলংয়ে এক ভাষণ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। সারা দেশ আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই মহান বিজ্ঞানী ও রাষ্ট্রনায়ককে।

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তাঁর জীবনদর্শন, বৈজ্ঞানিক অবদান এবং তরুণ প্রজন্মের প্রতি উৎসর্গীকৃত চিন্তাভাবনা আজও দেশের ভবিষ্যতের পথ দেখায়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নানা বিশিষ্ট ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে ডঃ কালামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক টুইটে বলেন,

“ডঃ কালাম আমাদের অনুপ্রেরণা। তাঁর জীবন ছিল জ্ঞান, বিনয় ও দেশসেবার এক অপূর্ব সংমিশ্রণ। তিনি ভারতের বিজ্ঞান ও আত্মনির্ভরতার পথে অগ্রগতির প্রতীক।”

ডঃ কালাম শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন একজন মহান শিক্ষক, যিনি তাঁর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আত্মজীবনী “Wings of Fire” আজও তরুণদের অনুপ্রেরণার মশাল।

ডঃ কালামের আদর্শকে অনুসরণ করে দেশ এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারতের পথে। তাঁর দেখানো পথই আগামী প্রজন্মকে সাহস, স্বপ্ন ও সাধনার শক্তি জোগাবে — এটাই আজকের দিনে জাতির প্রতিজ্ঞা।

Loading