October 6, 2025

শ্রীনগরের লিদওয়াসে ‘অপারেশন মহাদেব’ : তিন জঙ্গি নিহত, তল্লাশি অভিযান জারি

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সকালে শ্রীনগরের হারওয়ান এলাকার লিদওয়াস অঞ্চলে ভারতীয় সেনা বাহিনীর ‘অপারেশন মহাদেব’ অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী লিদওয়াস এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা গুলিবর্ষণে তিন জঙ্গি নিহত হয়। এলাকাটি এখনও ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলমান রয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, “অপারেশন মহাদেব সফলভাবে পরিচালিত হচ্ছে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।” তবে নিহত জঙ্গিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এই ঘটনার জেরে গোটা লিদওয়াস ও সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে যাতে কেউ অপপ্রচারে কান না দেন এবং শান্তি বজায় রাখেন।

অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পুরো এলাকা সুরক্ষিত ও জঙ্গিমুক্ত ঘোষণা করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

Loading