সোমালিয়া ওয়েব নিউজঃ ইসরো ও নাসার যৌথ মহাকাশ অভিযানে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আজ থেকে শুরু হয়েছে ২৭.৫ ঘণ্টার ফিরতি গণনা। উৎক্ষেপণ নির্ধারিত হয়েছে আগামীকাল দুপুর ২:১০ মিনিটে, ভারতের শ্রীহরিকোটা থেকে।
নিশার প্রকল্প হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা‘র প্রথম যৌথ উপগ্রহ মিশন। এই স্যাটেলাইট বিশ্বব্যাপী ভূ-পৃষ্ঠের পরিবর্তন, গ্লেশিয়ার গলন, বনাঞ্চলের ক্ষয় এবং ভূমিকম্পজনিত অস্বাভাবিকতা পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।
উৎক্ষেপণের পর নিশার কক্ষপথে স্থাপিত হয়ে প্রতিনিয়ত পৃথিবীর পরিবর্তনশীল পরিস্থিতির নজরদারি চালাবে। এতে বৈজ্ঞানিক গবেষণা, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং দুর্যোগ পূর্বাভাসে বড় সাহায্য মিলবে।
এই ঐতিহাসিক উদ্যোগ শুধুই বৈজ্ঞানিক নয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এক মাইলফলক।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর