October 6, 2025

বিশ্ব স্তন্যপান সপ্তাহে নবজাতকের যত্নে প্রারম্ভিক স্তন্যপানের উপর জোর

সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল থেকে শুরু হয়েছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ (১ আগস্ট – ৭ আগস্ট)। প্রতিবছর এই সপ্তাহ জুড়ে নবজাতকের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে স্তন্যপানের অপরিহার্য ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়। এ বছরও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি।

স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই স্তন্যপান শুরু করা জরুরি। এই সময়ে নিঃসৃত হওয়া প্রাথমিক দুধ বা ‘জন্মদুগ্ধ’ (colostrum) শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। এতে থাকে রোগ প্রতিরোধক শক্তি যা শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

Loading