সোমালিয়া ওয়েব নিউজঃ আজ দেশের জাতীয় পতাকার রূপকার, স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিবস। ১৮৭৬ সালের ২ আগস্ট অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার ভাটলাপেনমারু গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান দেশভক্ত। দেশের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, ভারতীয় জাতীয় পতাকার নকশার জনক হিসেবেও তাঁর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা গ্রহণের পাশাপাশি পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ অনুগামী এই বিপ্লবী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং সৈনিক হিসেবেও ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
১৯২১ সালে বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত কংগ্রেসের একটি অধিবেশনে তিনি প্রথমবার ত্রিবর্ণের পতাকা (গেরুয়া, সাদা ও সবুজ) মহাত্মা গান্ধীর সামনে উপস্থাপন করেন। এই পতাকাতেই পরবর্তীতে পরিবর্তনসাধনের মাধ্যমে তৈরি হয় আজকের ভারতীয় জাতীয় পতাকা। পতাকার কেন্দ্রে থাকা চরকা পরবর্তীতে অশোক চক্রে রূপান্তরিত হয়।
আজকের দিনে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়ার অনবদ্য অবদানকে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন। বিভিন্ন স্কুল, কলেজ ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত হয়েছে জাতীয় পতাকা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিষয়ক আলোচনাসভা।
ভারতের ইতিহাসে জাতীয় পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এটি একটি জাতির গর্ব, আত্মত্যাগ এবং ঐক্যের প্রতীক।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর