October 5, 2025

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০তম কিস্তি প্রদান, ২০,৫০০ কোটি টাকা পেলেন ৯.৭ কোটিরও বেশি কৃষক

সোমালিয়া ওয়েব নিউজঃ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের ২০তম কিস্তি দেশের কৃষকদের উদ্দেশ্যে প্রদান করলেন। দেশের ৯.৭ কোটিরও বেশি কৃষক এই পর্বে প্রায় ₹২০,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা সরাসরি লাভ করেছেন।

এই অর্থ সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি) পদ্ধতির মাধ্যমে কৃষকদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। পশ্চিমবঙ্গের ৫০ লক্ষেরও বেশি কৃষক পরিবার এই কিস্তির আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন।

২০১৯ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ৩.৬৯ লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতিবছর ₹৬,০০০ আর্থিক সহায়তা তিনটি সমান কিস্তিতে বিতরণ করা হয়।

ডিবিটি পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান নিশ্চিত করছে সম্পূর্ণ স্বচ্ছতা। এতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা না থাকায় কৃষকদের হাতে সহায়তা পৌঁছচ্ছে সরাসরি ও দ্রুততার সঙ্গে।

প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, “ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক ভিত্তি শক্ত করতে এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিশেষজ্ঞদের মতে, কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানোয় চাষাবাদে স্থিতিশীলতা আসছে এবং প্রকল্পটি দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

Loading