সোমালিয়া ওয়েব নিউজঃ বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে সর্দি-কাশি ও জ্বরের মতো ভাইরাল সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই এই সময় শরীরকে সুস্থ রাখতে কিছু সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস মেনে চলা জরুরি।
কি করবেন?
- ভিজে গেলে যত দ্রুত সম্ভব পোশাক পরিবর্তন করুন ও শরীর শুকনো করুন।
- গরম জল দিয়ে স্নান নিন, বিশেষ করে পা ধুয়ে নিন ভালোভাবে।
- আদা, তুলসি ও মধু মিশিয়ে গরম পানীয় পান করুন।
- নিয়মিত হালকা গরম জল পান করুন, যা গলা ও শরীরের ভেতরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
- ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন।
- প্রয়োজনে গরম স্যুপ বা হালকা খাবার খান।
- শরীর দুর্বল লাগলে বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
মনে রাখবেন: প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তাই বর্ষার মৌসুমে একটু সচেতনতা আপনাকে অসুস্থতা থেকে রক্ষা করতে পারে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক