October 5, 2025

রাষ্ট্রগুরুর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ৬ আগস্ট, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। দেশপ্রেম, জাতীয়তাবোধ, এবং রাজনীতির সঙ্গে নীতির মেলবন্ধনের এক উজ্জ্বল প্রতীক ছিলেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় পথপ্রদর্শক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি।

জন্ম: ১০ নভেম্বর ১৮৪৮, কলকাতা

উচ্চশিক্ষা: ইংল্যান্ডে গিয়ে ICS (Indian Civil Service) পরীক্ষায় পাশ করা প্রথম ভারতীয়দের অন্যতম

পরবর্তী সময়ে ব্রিটিশ প্রশাসনের বৈষম্যে ইস্তফা দিয়ে হয়ে ওঠেন একজন সমাজসেবী, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব।

১ ৮৭৬ সালে “দ্য বেঙ্গলি” সংবাদপত্র প্রতিষ্ঠা করে সমাজ ও রাজনীতির সংস্কারে মনোনিবেশ করেন।

১৮৭৯ সালে “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠা করে জাতীয় রাজনীতির মঞ্চ গড়ে তোলেন।

তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি (১৮৯৫ ও ১৯০২ সালে)।

ইংরেজদের দ্বারা “নেটিভ” শব্দ ব্যবহারে প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে প্রথম গণবিক্ষোভের নেতৃত্ব দেন। তাঁর অপরিসীম অবদান ও জাতীয় নেতৃত্বের গুণে তাঁকে “রাষ্ট্রগুরু” উপাধিতে ভূষিত করা হয়। তিনি ১৯২৫ সালের ৬ আগস্ট প্রয়াত হন। মৃত্যুকালে তিনি রেখে যান আদর্শের এক শক্তিশালী ভিত্তি, যা পরবর্তীকালের বহু নেতা ও সংগ্রামীকে প্রেরণা জুগিয়েছে।

Loading