সোমালিয়া ওয়েব নিউজ; আজ, ১১ আগস্ট, সমগ্র দেশ জুড়ে পালিত হল বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। ১৯০৮ সালের এই দিনে মাত্র ১৮ বছর বয়সে ব্রিটিশ শাসকের ফাঁসির মঞ্চে হাসিমুখে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। স্বাধীনতার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে তাঁর অমর আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ অনুষ্ঠিত হয় স্মরণসভা, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়, কলেজ ও সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, ক্ষুদিরাম ছিলেন তরুণ প্রজন্মের সাহস ও আত্মত্যাগের প্রতীক।
রাজধানী কলকাতার পাশাপাশি মেদিনীপুর, তামলুক, কুঁদঘাট, চুঁচুড়া সহ বিভিন্ন স্থানে দেশপ্রেমের গান, কবিতা পাঠ ও আলোচনা সভায় মুখর হয়ে ওঠে জনপদ। অনেক জায়গায় শিশু-কিশোরদের হাতে ক্ষুদিরামের জীবনকথা সম্বলিত পুস্তিকা বিতরণ করা হয়।
আজকের দিনে বিভিন্ন বক্তা একবাক্যে মত দেন, ক্ষুদিরামের মত বিপ্লবীদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তাঁদের স্বপ্নের ভারত গড়তে প্রত্যেক নাগরিককে সততা ও সাহসে অটল থাকার আহ্বান জানান তাঁরা।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর