October 5, 2025

কাকোরি কাণ্ডে শহীদদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদন

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাকোরি কাণ্ডের শতবর্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১০০ বছর আগে এই দিনটিতে দেশপ্রেমী ভারতীয়রা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন।

তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে অর্জিত অর্থ ব্রিটিশ শাসকেরা যেভাবে শোষণ করছিলেন, তা ভারতবাসী মেনে নিতে পারেননি। কাকোরির এই ঐতিহাসিক অভিযান সেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, “এই শৌর্যের কথা দেশবাসী চিরকাল স্মরণে রাখবেন।” পাশাপাশি তিনি দেশের জনগণকে সমৃদ্ধ ভারত গড়ে তুলতে আহ্বান জানান, যাতে সেদিনের আন্দোলনকারীদের স্বপ্ন সাকার হয়।

Loading