সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সারা দেশে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালিত হচ্ছে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ৮৩তম বর্ষপূর্তি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন ভারতের পথ সুগম করার লক্ষ্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ৯ আগস্ট ১৯৪২ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস “করেঙ্গে বা মরেঙ্গে”—এই আহ্বান জানান। ইতিহাসের সেই দিন থেকেই শুরু হয় স্বাধীনতার জন্য তীব্র গণআন্দোলন।
রাজধানী দিল্লি সহ কলকাতা, মুম্বই, পাটনা, আহমেদাবাদ, এলাহাবাদসহ দেশের বিভিন্ন প্রান্তে আজ অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নানা স্থানে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়।
বাংলায় বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে ৪২-এর আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন—আজকের প্রজন্মের কর্তব্য সেই দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা লালন করা।
ভারত ছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতীয়দের এক অভূতপূর্ব ঐক্যের প্রকাশ। আজ ৮৩ বছর পরও সেই আন্দোলনের অদম্য চেতনা আমাদের স্বাধীনতা রক্ষার অনুপ্রেরণা জোগায়।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর