সোমালিয়া ওয়েব নিউজঃ আজ প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস। এক নিভৃত, সাদামাটা অথচ অসাধারণ রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটির স্মৃতিতে আজ শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত।
বামপন্থী আদর্শে বিশ্বাসী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সিপিএম-এর কেন্দ্রীয় নেতা এবং পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী। তিনি ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর আমলেই রাজ্যে শিল্পায়নের জোরালো উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তীকালে নানা বিতর্কের জন্ম দিলেও, রাজ্যের অর্থনীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছিল।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন এক সংস্কৃতিমনস্ক, জ্ঞানপিপাসু ও পাঠপ্রেমী মানুষ। অনুবাদ, সাহিত্য, নাট্যচর্চা— সবকিছুতেই ছিল তাঁর গভীর আগ্রহ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাঁর মতো পরিশীলিত, মিতভাষী ও মেধাবী নেতা খুব কমই দেখা গেছে।
প্রয়াণ দিবসে সিপিএম-এর রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব, প্রাক্তন সহকর্মী, সংস্কৃতি জগতের প্রতিনিধিরা এবং বিশিষ্টজনেরা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন স্থানে আয়োজন হয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ শুধু একজন রাজনৈতিক নেতার অবসান নয়, এটি একটি যুগের শেষ। একজন প্রজ্ঞাবান, নীতিবান ও সংযত নেতৃত্বের অনুপস্থিতি আজও রাজনীতিতে গভীরভাবে অনুভূত হয়।
“আমি পার্টি করি, ক্ষমতা করতে নয়, আদর্শকে প্রতিষ্ঠা করতে।”
— বুদ্ধদেব ভট্টাচার্য

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক