October 5, 2025

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি

সোমালিয়া ওয়েব নিউজঃ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ শিশুদের শিক্ষার অধিকার অমান্য করে শিক্ষা বহির্ভূত কাজে নিয়োগের তীব্র বিরোধিতা করেছে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক ও শিক্ষা কর্মীদের BLO পদে দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানায় সংগঠনটি।

মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, ওই পদে বেকারদের স্থায়ীভাবে নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি BLO-দের জন্য বিশেষ ছুটি (স্পেশাল লিভ), যথাযথ নিরাপত্তা, অনিচ্ছুক বিশেষভাবে সক্ষমদের ডিউটি থেকে অব্যাহতি, ভোটকর্মীদের নিশ্চিত সুরক্ষা এবং কাজের সরলীকরণের বিষয়েও দাবি উত্থাপন করা হয়।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস আশ্বাস দিয়েছেন যে উত্থাপিত বিষয়গুলি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হবে।

Loading