সোমালিয়া ওয়েব নিউজঃ দিঘার পবিত্র জগন্নাথধাম মন্দির চত্বরে আজ ভোরে দেখা গেল এক বিরল প্রাকৃতিক দৃশ্য — আকাশজুড়ে রঙিন রামধনুর এক অপূর্ব আলোকবৃত্ত। ভোরের শান্ত আলোয় যখন ভক্তরা মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনে ব্যস্ত, ঠিক তখনই মন্দিরের উপর দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সেই রামধনুর জ্যোতি।
অনেকেই একে সাধারণ প্রাকৃতিক ঘটনা বললেও, উপস্থিত ভক্তদের চোখে এই দৃশ্য ছিল একেবারেই অলৌকিক। তাদের বিশ্বাস, এই রামধনু যেন প্রভু শ্রীকৃষ্ণেরই আগমনের বার্তা বহন করে এনেছে। মন্দির চত্বরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তিময় আবহ। অনেকে হাত জোড় করে প্রণাম জানাতে শুরু করেন আকাশের দিকে তাকিয়ে।
স্থানীয় পুরোহিত শ্রীরামানন্দ মহারাজ বলেন,
“এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, ভক্তদের চোখে এটি ঈশ্বরেরই লীলা। জগন্নাথ মানেই শ্রীকৃষ্ণ, আর আজকের এই আলোর বার্তাই যেন আমাদের মনে করিয়ে দিল— তিনি সর্বদা আমাদের মাঝে বিরাজমান।”
পর্যটকরাও এই দৃশ্য দেখে মুগ্ধ। কলকাতা থেকে আসা এক পর্যটক জানান,
“সকালবেলা জগন্নাথ দর্শন করতে এসে এমন রামধনু দেখব ভাবিনি। মনটা একেবারে শান্ত হয়ে গেল। মনে হচ্ছে, স্বয়ং ভগবান যেন আমাদের আশীর্বাদ দিচ্ছেন।”
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দিঘা অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে এই রামধনু তৈরি হয়েছে। তবে যেভাবে তা মন্দিরের উপর এক পূর্ণ বৃত্ত তৈরি করে ছড়িয়ে পড়েছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ।
এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অনেক ভক্ত ও পর্যটক। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি ও ভিডিও, যেখানে হাজার হাজার মানুষ মন্তব্য করছেন — “এ যেন সত্যিই প্রভুর আগমনের বার্তা!”

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক