October 5, 2025

অটলবিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, কার্গিল বিজয়ের নেপথ্যনায়ক এবং ভারতরত্ন সম্মানিত অটলবিহারী বাজপেয়ী–র প্রয়াণ দিবস। ২০১৮ সালের ১৬ আগস্ট নয়াদিল্লিতে তিনি পরলোকগমন করেন। তাঁর স্মৃতিতে আজ দেশজুড়ে নানা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে।

বাজপেয়ীজি ছিলেন ভারতের রাজনীতির এক বিরল ব্যক্তিত্ব— একাধারে কবি, প্রাজ্ঞ সংসদ-ভাষণশিল্পী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারত জয়লাভ করে, যা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।

পরমাণু শক্তির ক্ষেত্রে পোখরান-২ পরীক্ষার মাধ্যমে ভারতকে বিশ্বমঞ্চে নতুন মর্যাদা এনে দেন তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি স্থাপনের প্রয়াসেও তিনি স্মরণীয়— বিশেষত লাহোর বাস যাত্রা তাঁর সাহসী কূটনৈতিক উদ্যোগের দৃষ্টান্ত।

শিক্ষা, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তাঁর অবদান আজও দেশের উন্নয়নের ভিতকে দৃঢ় করে রেখেছে। তাঁর কাব্যপ্রাণ রাজনৈতিক ভাষণ কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

আজ তাঁর প্রয়াণ দিবসে সমগ্র দেশ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে এই মহৎ নেতাকে।

Loading