October 5, 2025

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি

যশোর রোড-বিমানবন্দর মেট্রো পরিষেবার উদ্বোধন শুক্রবার

সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী শুক্রবার, ২২শে অগাস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর কলকাতার বহু প্রতীক্ষিত যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোরেল পরিষেবার উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধিত মেট্রোয় যাত্রা করে বিমানবন্দর পর্যন্ত পৌঁছবেন এবং পরে আবার যশোর রোড স্টেশনে ফিরে আসবেন।

আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির সফরকে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব ও কর্মীরা উচ্ছ্বসিত। ইতিমধ্যেই আজ যশোর রোড মেট্রো স্টেশন পরিদর্শন করেন শমীক ভট্টাচার্যসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

এদিকে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে একাধিক রেল প্রকল্প চলমান রয়েছে এবং তার জন্য কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর মেট্রো প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থাকবেন কি মুখ্যমন্ত্রী—তা নিয়েই নজর রাজনৈতিক মহলে। বিজেপির তরফে দাবি, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হবে এই প্রকল্পের মাধ্যমে।

Loading