সোমালিয়া ওয়েব নিউজঃ রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার জানিয়েছেন, ভারতের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থ যেখানে সুরক্ষিত থাকবে, ভারত সেখান থেকেই তেল আমদানি করবে। রাশিয়ার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমরা নিজেদের প্রয়োজন ও স্বার্থ অনুযায়ী তেল আমদানি করি, বাইরের চাপের কাছে নতিস্বীকার করি না।”
রাষ্ট্রদূত আরও জানান, রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতের ওপরে মার্কিন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত একেবারেই অন্যায্য, অযৌক্তিক ও ভিত্তিহীন। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে ভারতকে তাল মিলিয়ে চলতে হয়। সেই কারণে কোথা থেকে কতটা তেল আমদানি হবে, তা নির্ধারণ করবে কেবল ভারতের কৌশলগত প্রয়োজন।
কূটনৈতিক মহলের মতে, বিনয় কুমারের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারত ভবিষ্যতেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে, এবং এ বিষয়ে বাইরের চাপ মানতে প্রস্তুত নয়।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর