সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযান–এর জন্য প্যারাসুট-ভিত্তিক ডিসেলারেশন সিস্টেমের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট (IADT-01) সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এই পরীক্ষার মাধ্যমে নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলো।
ইসরো সূত্রে জানা গেছে, পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল মহাকাশযানের ক্রু মডিউলকে নিরাপদে সমুদ্রে নামানোর জন্য ব্যবহৃত প্যারাসুট সিস্টেমের কার্যকারিতা যাচাই করা। পরীক্ষায় দেখা গেছে, ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তখন তার গতি কমিয়ে নির্দিষ্ট স্থানে নিরাপদ অবতরণের জন্য এই ডিসেলারেশন সিস্টেম সফলভাবে কাজ করতে সক্ষম।
এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ভারতীয় বিমান বাহিনী, ডিআরডিও, ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টায়। একাধিক সংস্থার সমন্বিত উদ্যোগে গগনযান মিশনের নিরাপত্তা-সংক্রান্ত প্রযুক্তি আরও শক্তিশালী হলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য, গগনযান মিশনের মাধ্যমে ভারতীয় নভোচারীদের পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। নভোচারীদের নিরাপত্তার প্রশ্নে প্যারাসুট-ভিত্তিক ডিসেলারেশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর