সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে ভারত–বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকার সময় ধরা পড়লেন এক বাংলাদেশি আধিকারিক। আটক হওয়া ব্যক্তির নাম মহম্মদ আরিফুজ্জামান।
সূত্রে জানা গেছে, হাসিনা সরকারের আমলে তিনি সেনাবাহিনীর সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি পদে কর্মরত ছিলেন। তবে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং সাতক্ষীরায় লুকিয়ে ছিলেন।
শনিবার রাতে প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত পেরোবার চেষ্টা করার সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে আটক করে। এরপর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হয়েছে। রবিবার বসিরহাট আদালতে আরিফুজ্জামানকে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক