সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী এবং বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী সি.পি. রাধাকৃষ্ণান। শনিবার ঘোষিত ফলাফলে তিনি ৪৫২টি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়ে বিরোধী জোট মনোনীত প্রার্থী প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি-কে পরাজিত করেন। সুদর্শন রেড্ডি পান ৩০০টি ফার্স্ট প্রেফারেন্স ভোট।
নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ ভবন প্রাঙ্গণ এবং রাজনৈতিক মহলে অভিনন্দন বার্তার ঢল নামে। প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভা ও এনডিএ-র শীর্ষ নেতারা রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানান। বিরোধী শিবির থেকেও তাঁকে গণতান্ত্রিক সৌজন্যের নিদর্শন হিসেবে অভিনন্দন জানানো হয়েছে।
তামিলনাড়ুর কৃতি সন্তান সি.পি. রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে যুক্ত। বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হলেও সাংসদ ও সমাজসেবী হিসেবে তাঁর ভূমিকা সুপ্রসিদ্ধ। সংসদের উচ্চকক্ষের সভাপতি হিসেবে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যে নতুন এক অধ্যায় সূচিত হলো রাধাকৃষ্ণনের নির্বাচনের মধ্য দিয়ে।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে