সোমালিয়া ওয়েব নিউজঃ কেরালার মুনামবাম উপকূলে ওয়াকফ বোর্ডের জমি দাবি নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাল হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল— ৪০৪ একর বিতর্কিত জমি ওয়াকফ সম্পত্তি নয়, বরং বহু প্রজন্ম ধরে স্থানীয় বাসিন্দাদেরই অধিকারভুক্ত জমি।
ওয়াকফ বোর্ড দাবি করেছিল, ওই বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ধর্মীয় সম্পত্তি হিসেবে তাদের মালিকানাধীন। কিন্তু এই দাবির বিরুদ্ধে সরব হয় প্রায় ৬০০-রও বেশি পরিবার, যাদের অনেকেই সেখানে কয়েক দশক ধরে বসবাস করছেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত তীব্র ভাষায় জানায়— ওয়াকফ বোর্ডের এই জমি দখলের চেষ্টা “land-grabbing tactic”, যা আইন ও ন্যায়ের পরিপন্থী। আদালত আরও নির্দেশ দেয়, এমন ভুয়ো দাবির মাধ্যমে সাধারণ মানুষের বসতভিটে কেড়ে নেওয়ার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
আইনি মহল মনে করছে, মুনামবামের এই রায় শুধু স্থানীয় মানুষের জয় নয়, বরং দেশের অন্যান্য প্রদেশেও ওয়াকফ বোর্ডের বিতর্কিত দাবিগুলির ওপর নতুনভাবে প্রশ্ন তোলার সুযোগ এনে দিল। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের নানা প্রান্তে ওয়াকফ বোর্ডের মালিকানা দাবি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, সেখানে প্রমাণের ঘাটতি এবং প্রশাসনিক অস্পষ্টতাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

![]()

More Stories
ওড়ন ষষ্ঠীতে বস্ত্রদান ও সহমর্মিতার বার্তা—অগ্রহায়ণের শ্রীক্ষেত্রে মানবিকতার নতুন অধ্যায়
অসামাপ্ত রেলস্বপ্ন: বাগনান–আমতা–চাঁপাডাঙা প্রকল্প জমি–জটে স্থবির
জয়রামবাটির সিংহবাহিনী মন্দির — গ্রামবাংলার বিশ্বাসের এক অনন্য তীর্থ