October 5, 2025

তারকেশ্বর গ্রামীন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী,হাসপাতাল কর্মীদের বিশেষ সম্বর্ধনা বিধায়কের

সোমালিয়া সংবা,দ তারকেশ্বর: তারকেশ্বর গ্রামীন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী,হাসপাতাল কর্মীদের বিশেষ সম্বর্ধনা বিধায়কের। করোনার দ্বিতীয় ঢেউএর মোকাবালিয়া কর্মরত তারকেশ্বর গ্রামীন হাসপাতালের চিকিৎসা,নার্স স্বাস্থ্য কর্মীদের সম্বর্ধনা দিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। তারকেশ্বর গ্রামীন হাসপাতালের প্রতিটি চিকিৎসক,নার্স এবং হাসপাতাল কর্মীদের হাতে ফুলের তোড়া তুলে দেন বিধায়ক। ইতি মধ্যেই করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিধায়কের উদ্দ্যোগে, তারকেশ্বর ব্লকে এম্বুলেশ পরিষেবা হিসাবে তারই উদ্দ্যোগে তৈরি করা হয়েছে টোটো এম্বুলেন্স। অন্য দিকে হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী ছাউনি এবং মাথার উপর লাগানো হয়েছে পাখা। এসবই উদ্দ্যোগ নিয়েছেন বিধায়ক নিজে। অন্যদিকে পৌর এলাকায় প্রতিদিন হাজার হাজার দুস্থ্য পরিবারের হাতে তুলে দিচ্ছেন দুপুরের খাবার।

Loading