সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তদারকি আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। কমিশনের তরফে জানানো হয়েছে, দেশের নাগরিক ও রাজনৈতিক দলগুলি এখন থেকে ECINET প্ল্যাটফর্মের সি-ভিজিল (cVIGIL) অ্যাপ ব্যবহার করে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘনের অভিযোগ দায়ের করতে পারবেন।
কমিশনের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি অভিযোগ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার হেল্পলাইন নম্বর ১৯৫০—এর মাধ্যমে নাগরিক, রাজনৈতিক দল, জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
কমিশন সূত্রে খবর, চলতি বিহার বিধানসভা নির্বাচন ও আটটি বিধানসভা উপনির্বাচন উপলক্ষে এ পর্যন্ত ৬৫০টি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৬৪৯টি অভিযোগের ই-নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, এবং ৬১২টি অভিযোগ মাত্র ১০০ মিনিটের মধ্যেই মীমাংসা করা হয়েছে— যা নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপের নজির স্থাপন করেছে।
সি-ভিজিল অ্যাপের মাধ্যমে নাগরিকেরা ছবি বা ভিডিও আপলোড করে অভিযোগ পাঠাতে পারেন, যা সরাসরি সংশ্লিষ্ট জেলার কন্ট্রোল রুমে পৌঁছায়। অভিযোগ যাচাইয়ের পর তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়।
কমিশনের এক মুখপাত্র জানান, “এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।”
বিশ্লেষকদের মতে, ডিজিটাল মনিটরিং ব্যবস্থার এই সম্প্রসারণ ভোট প্রক্রিয়াকে আরও জনমুখী ও প্রযুক্তিনির্ভর করে তুলবে, যা ভবিষ্যতের নির্বাচনী সংস্কারের দিকনির্দেশক হতে পারে।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে