সোমালিয়া ওয়েব নিউজ; পোলিওমুক্ত বিশ্বের লক্ষ্যে সচেতনতার বার্তা আজ, ২৪শে অক্টোবর, নানা সচেতনতা মূলক প্রচার কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পোলিও নিবারণ দিবস। এই দিনটি পালিত হয় বিখ্যাত চিকিৎসা গবেষক ড. জোনাস সাল্ক-এর জন্মবার্ষিকী উপলক্ষে। তিনিই প্রথম সফল পোলিও টিকা উদ্ভাবন করে মানবজাতিকে ভয়াবহ পোলিও রোগের অভিশাপ থেকে রক্ষার পথ দেখিয়েছিলেন। ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে প্রথমবারের মতো ২৪শে অক্টোবর দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন শুরু হয়। সেই থেকে প্রতিবছরই দিনটি বিশ্বব্যাপী পালিত হয় পোলিওর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে। এদিন স্বাস্থ্য দফতর, স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুল-কলেজের উদ্যোগে বিভিন্ন জনসচেতনতা র্যালি, আলোচনা সভা ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করা, পোলিও সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং টিকাকরণের প্রয়োজনীয়তা বোঝানোই এদিনের মূল উদ্দেশ্য।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, পোলিও নির্মূলের ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে প্রতিবেশী দেশ ও বিশ্বের কিছু অংশে এখনও পোলিও ভাইরাসের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই দিনটি মনে করিয়ে দেয়— “একটি শিশুও যেন পোলিও টিকা থেকে বঞ্চিত না হয়।”
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে