সোমালিয়া ওয়েব নিউজ : বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারতবর্ষ।প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের নিত্য নতুন ক্ষেপনাস্ত্র পরীক্ষা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিকে তাক লাগিয়ে দিচ্ছে। ভারতের বায়ুসেনাবাহিনীর পালকে যোগ হলো নতুন এক ক্ষেপনাস্ত্র। ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার আয়োজন করে বায়ুসেনা। তাতে সফল ভাবেই উতরে গেল ভারতীয় বায়ুসেনা। একেবারে নির্ভুল ভাবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৮০০ কিলোমিটার দূরে থেকে অবস্থান নির্ণয় করে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি। সুত্র থেকে জানা গিয়েছে, ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগের ফসল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং মাটিতে বসানো লঞ্চপ্যাড থেকে এটি ছোড়া সম্ভব।ভারতের পূর্ব উপকূলে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়। সুখোই যুদ্ধবিমানের অন্তর্ভুক্ত একটি SU30 MKI যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। মাঝ সমুদ্রে নৌবাহিনীর পরিত্যক্ত একটি জাহাজ রাখা ছিল।সেটা আঘাত হানে এই ক্ষেপনাস্ত্রটি।সবমিলিয়ে ভারতের সফল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল হওয়ায় খুশি আপামোর ভারতবাসী।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে