October 5, 2025

গঙ্গাবঙ্গে ভ্রমণের নতুন আকর্ষণ হিসাবে বাতানুকূল লঞ্চের উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের

সোমালিয়া, সংবাদ, হাওড়া: তীব্রদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।এখনও কালবৈশাখীর দেখা নেই। এই হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি পেতে বিকাল হলেই গঙ্গাবক্ষে ভ্রমন করতে চান।তাহলে চিন্তার কি আছে।পশ্চিমবঙ্গ সরকার ভ্রমণপিপাসু বাঙালীর জন্য গঙ্গাবক্ষে বাতানুকূল লঞ্চ নিয়ে হাজির।এককথায় বলতে গেলে নতুন বাংলা নববর্ষে নতুন উপহার নিয়ে হাজির রাজ্যের পরিবহণ দফতর।পরিবহণমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম গঙ্গাবক্ষে ভ্রমণের নতুন আকর্ষণ হিসাবে ২০ আসনের ‘সাগরী’ নামে একটি লঞ্চের উদ্বোধন করেন। চাইলে বাতানুকূল লঞ্চ ভাড়া করে ঘোরা যাবে গঙ্গাবক্ষে। লঞ্চের ঠান্ডা চেম্বারে বসে উপভোগ করা যাবে নদীর দুপাড়ের প্রাকৃতিক দৃশ্য।কলকাতার মিলেনিয়াম জেটি থেকে সেই পরিষেবারই সূচনা করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ভাল সাড়া পেলে আরও এরকম নামাব। মিটিং, পার্টি, গ্যাদারিং এর জন্য ভাড়া নেওয়া যেতে পারে। লাঞ্চ, প্যান্ট্রি, ওয়াশরুম সব আছে লো বাজেটে।বিশেষ সুত্রে জানা গিয়েছে গোটা লঞ্চ ভাড়া করলে প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে ৩ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মাথা পিছু খরচ পড়বে ঘণ্টায় ১৯০ টাকা।  জন্মদিন, বিবাহ বার্ষিকীর পার্টি হোক অথবা, কর্পোরেট অফিসের ইভেন্ট, যে কোনও অনুষ্ঠানের জন্য ভাড়া করা যাবে এই লঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র। সবমিলিয়ে সাগরী নামে এই লঞ্চের উদ্বোধন হওয়ায় খুশি ভ্রমণপিপাসু বাঙালী।

Loading