সোমালিয়া সংবাদ, পুরশুড়া: কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততা, মানবিকতা ও কর্তব্যপরায়ণতার নজির তৈরি করলেন পুরশুড়া থানার সিভিক ভলেন্টিয়ার তন্ময় ঘোড়ুই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরশুড়া সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে। জানা গেছে, সিভিক ভলেন্টিয়ার তন্ময় ওই চায়ের দোকানের কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান। সেই ব্যাগের মধ্যে ন হাজার টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তিনি তখন ওই চায়ের দোকানের মালিককে বিষয়টি জানান এবং নিজের মোবাইল নাম্বার দিয়ে বলে আসেন যদি কেউ খোঁজ করতে আসে তাহলে যেন থানায় যোগাযোগ করেন। এরপর তন্ময় টাকাসহ ওই ব্যাগ পুরশুড়া থানার ওসি আশরফ আলি মোল্লার কাছে জমা দেন। ওই টাকা ভর্তি ব্যাগটি ছিল পুরশুড়ার হরিহর গ্রামের এক কাঠমিস্ত্রির। তাঁর নাম রাজকুমার সামন্ত। তিনি ওই দোকানে চা খেতে গিয়েছিলেন। তখনই সেটি তাঁর কাছ থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর তিনি তা বুঝতে পারেন। এরপর ওই চায়ের দোকানে গেলে চায়ের দোকানের মালিক তাঁকে পুরশুড়া থানায় যোগাযোগ করতে বলেন এবং সিভিক ভলেন্টিয়ারের ফোন নাম্বার দেন। রাজকুমার বাবু সঙ্গে সঙ্গে তন্ময়ের সঙ্গে যোগাযোগ করে পুরশুড়া থানায় গিয়ে উপযুক্ত প্রমান পত্র দেখান। এরপর পুরশুড়া থানার ওসি আশরফ আলি মোল্লার উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার তন্ময় ঘোড়ুই রাজকুমার বাবুর হাতে ব্যাগটি তুলে দেন। সেইসঙ্গে টাকা এবং কাগজপত্র বুঝে নেন। তন্ময়ের সততা, মানবিকতা ও দায়িত্বশীলতায় অত্যন্ত খুশি রাজকুমার বাবু। এর জন্য তিনি ওই সিভিক ভলেন্টিয়ার সহ পুরশুড়া থানার সকলকে ধন্যবাদ জানান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি